বাংলাদেশের মত নদী মাতৃক সমুদ্র উপকূলবর্তী একটি দেশের জন্য কোস্ট গার্ডের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। শুধুমাত্র প্রথাগতভাবে দেশের নদী ও মেরিটাইম স্বার্থ সংরক্ষণেই নয়, বরং কোস্ট গার্ড আজ দেশের বিভিন্ন নদ-নদী ও সমুদ্র বন্দর, উপকূলবর্তী দ্বীপ ও চরাঞ্চলসহ প্রত্যন্ত জনপদে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কখনও তা জননিরাপত্তা রক্ষায় আবার কখনও তা দুর্গত ও আর্ত মানবতার সেবায়। বাংলাদেশে কোস্ট গার্ড গঠিত হওয়ার পূর্বে এই পবিত্র দায়িত্ব নৌ বাহিনীর উপর ন্যস্ত ছিল। বস্ত্তত বাংলাদেশ কোস্ট গার্ড একটি প্যারা মিলিটারী ফোর্স যাহার মূল দায়িত্ব হল সমুদ্রে আইন প্রয়োগ করা। এছাড়া যুদ্ধকালীন সময়ে বাংলাদেশ নৌ বাহিনীকে সহায়তা প্রদানও বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দায়িত্ব। সেবার এ মহান ব্রত নিয়ে কোস্ট গার্ড চাঁদপুর নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
কি সেবা পাবেনঃ
১। চোরাচালান প্রতিরোধ /মৎস্য সংরক্ষণ অভিযান।
২। নারী ও শিশু পাচার প্রতিরোধ অভিযান।
৩। চুরি ও জলদস্যুতা রোধে অভিযান।
৪। অন্যান্য চোরাচালানী পণ্যের অভিযান।
৫। সার্বিক নৌ নিরাপত্তা ও নদী দূষণ"প্রতিরোধ অভিযান।
৬। মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান।
৭। নৌযান পরিদর্শন ।
৮। জাটকা নিধন প্রতিরোধ কার্যক্রম।
৯। মা ইলিশ রক্ষা অভিযান।
১০। নৌ -দূর্ঘটনার উদ্ধার কার্যে সহায়তা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস